Saturday, June 15, 2024

সেকশন

English
Dhaka Tribune

৮ গোল দেওয়া কোচের হাতেই বার্সেলোনার ভবিষ্যৎ

বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হ্যান্সি ফ্লিককে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা

আপডেট : ২৫ মে ২০২৪, ১২:৫৮ এএম

জাভি হার্নান্দেজের বিদায় আর হ্যান্সি ফ্লিকের আগমন; দুটিই একই দিনে নির্ধারিত হয়ে গেল। শুক্রবার (২৪ মে) জাভিকে বরখাস্ত করেছে বার্সা। তার জায়গায় বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যান্সি ফ্লিককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

এই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। হ্যান্সি ফ্লিকই বার্সেলোনার কোচ হলেন।

রোমানোর তথ্যমতে, দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হ্যান্সি ফ্লিক। ২০২৬ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবটির ডাগআউটে থাকবেন তিনি।

তার সঙ্গে আরও দুজন জার্মান সহকারী থাকবেন। চুক্তি পাকাপোক্ত হওয়ার পর অনুমোদন করেছেন হ্যান্সি ফ্লিকের এজেন্ট পিন জাহাবি।

শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জাভিকে বরখাস্তের কথা জানায় বার্সা। এ মৌসুমে লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে হতাশ করেছে বার্সেলোনা। রিয়ালের কাছে লিগ হাতছাড়াসহ কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে।

কয়দিন ধরেই গুঞ্জন চলছিল জাভির বদলে ফ্লিককে আনতে চাচ্ছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হ্যান্সি ফ্লিককে ডাগআউটে ভেড়াতে লন্ডন যান বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো।

বার্সেলোনা আর হ্যান্সি ফ্লিকের নামটি একসঙ্গে আসলে একটু স্মৃতিচারণ করতে হয়। ২০২০ সালের আগস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কাতালানদের জালে গুণে গুণে আটবার বল জড়ায় বায়ার্ন মিউনিখ। একপেশে লড়াইয়ে লিওনেল মেসিদের ৮-২ গোলের ব্যবধানে বায়ার্ন মিউনিখ। তখন বাভারিয়ানদের কোচ ছিলেন হ্যান্সি ফ্লিক।

মূলত ঘরের মাঠে জাপানের কাছে ৪-১ গোলে জার্মানির হারের পর গত বছরের সেপ্টেম্বরে ফ্লিক চাকরি হারিয়েছিলেন। ফ্লিকের অধীনে গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল জার্মানি।

২০২১ সালে জোয়াকিম লো’র দায়িত্ব ছাড়ার পর জার্মানির কোচ হন ফ্লিক। টানা আট জয়ে জার্মান অধ্যায় শুরু করলেও শেষটা ভালো হয়নি। ২৫ ম্যাচে তার অধীনে জার্মানি জয় পেয়েছিল ১২ ম্যাচে।

About

Popular Links