Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের মান বাঁচানোর লড়াই আজ

আজ হারলেই র‌্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে ধবল ধোলাই হতে হবে

আপডেট : ২৫ মে ২০২৪, ১১:৪৭ এএম

গল্পটা হওয়া উচিত ছিল অন্যরকম। ক্রিকেটে অপেক্ষাকৃত কম শক্তির বিপক্ষে শক্তিশালী দল জিতবে সেটাই তো স্বাভাবিক। তবে, মাঝে মধ্যে দুয়েকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে। কিন্তু সেটি টানা ঘটবে তা যে কারো জন্যই অপ্রত্যাশিত।

আর মাত্র কয়েকদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে বড় আসরের ঠিক আগ মুহূর্তে ব্যাটে-বলে হতশ্রী পারফরমেন্স বাংলাদেশের।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের পরিবেশে নিজেদের মানিয়ে নিতে দারুণ সুযোগ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। তবে সেই সিরিজের প্রথম দুই ম্যাচেই হতাশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে আইসিসির সহযোগী ও নবীন দেশটি ৫ উইকেটে হারায় আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে।

এরপর দ্বিতীয় ম্যাচে ৬ রানের ব্যবধানে হেরে সিরিজ হারে টাইগাররা। তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য মান বাঁচানোর। সঙ্গে বিশ্বকাপের আগে একেবারে তলানীতে থাকা আত্মবিশ্বাসটুকু ফিরে পাবারও।

শনিবার (২৫ মে) যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এই ম্যাচটি হারলে র‌্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে ধবল ধোলাই হতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে।

 

   

About

Popular Links

x