বিশ্বের ১৭তম ও প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। পাশাপাশি তিন সংস্করণ মিলিয়ে সাকিবের রান আছে ১৪ হাজারের বেশি।
আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪,০০০ রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব।
শনিবার (২৫ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭০০ উইকেটের মালিক হন সাকিব।
ম্যাচে যুক্তরাষ্ট্র ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে উইকেট নিয়ে ক্যারিয়ারে ৭০০ শিকার পূর্ণ করেন সাকিব। ৭০০ উইকেটের ক্লাবে সব মিলিয়ে বিশ্বের ১৭তম বোলার সাকিব। স্পিনারদের মধ্যে সপ্তম, তবে বাঁহাতি স্পিনার হিসেবে সাকিব দ্বিতীয়।
এর আগে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ৭০০ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। ৪৪২ ম্যাচে ৭০৫ উইকেট নিয়েছেন ভেট্টোরি। অর্থাৎ বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়া সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার।
বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। দ্বিতীয় স্থানে থাকা পেসার মাশরাফি বিন মুর্তজার উইকেট ৩৯০টি। তৃতীয় সর্বোচ্চ উইকেট মোস্তাফিজুর রহমানের ৩০৯টি।
এখন পর্যন্ত ৬৭ টেস্টে ২৩৭টি, ২৪৭ ওয়ানডেতে ৩১৭টি এবং ১১৮টি টি-টোয়েন্টিতে ১৪৬ উইকেট শিকার করেছেন সাকিব। সব মিলিয়ে ৪৩৬ ম্যাচে ৭০০ উইকেট আছে সাকিবের। এরমধ্যে ২৫ বার পাঁচ উইকেট এবং দু’বার ১০ উইকেট শিকার করেছেন তিনি।