Saturday, June 15, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিদায় বলে দিলেন কাভানি

জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন উরুগুয়ের ৩৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড

আপডেট : ৩১ মে ২০২৪, ০৪:৫৫ পিএম

বেশ আগে থেকেই খেলার মাঠে অনিয়মিত এদিনসন কাভানি। এবার একেবারেই আর দেখা যাবে না তাকে; জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন উরুগুয়ের এই সেন্টার ফরোয়ার্ড।

বৃহস্পতিবার ৯৩১ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি।

ক্যাপশনে কাভানি লিখেছেন, “উরুগুয়ে দলের সঙ্গে এই যাত্রাটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।”

কাভানি এমন সময়ে অবসরের ঘোষণা দিলেন, যখন আর কয়দিন পরেই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করবে উরুগুয়ে। এই দলে বোকা জুনিয়রের ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড কাভানির জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম।

২০১১ সালে সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল উরুগুয়ে। চ্যাম্পিয়ন সেই দলের সদস্য ছিলেন এদিনসন কাভানি।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে উরুগুয়ের জার্সিতে অভিষেক হয় কাভানির। দেশের হয়ে ১৩৬ ম্যাচে গোল করেছেন ৫৮টি।

About

Popular Links