কোপা আমেরিকা ও দুই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ দলের সদস্য পাওলো দিবালার নাম সেই ২৯ ফুটবলারের তালিকায় না থাকায় চমকে গিয়েছিলেন অনেকেই। সবার মতো খেলোয়াড় নিজেও হতবাক হয়েছেন। এমনটাই জানিয়েছেন রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার।
রোমার হয়ে এই মৌসুমে ৩৯টি ম্যাচ খেলেছেন দিবালা। করেছেন ১৬ গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি। তবে এই মৌসুমেও চোট ভুগিয়েছে এই আর্জেন্টাইনকে।
সব মিলিয়ে পাঁচবার পড়তে হয়েছে চোটে। তবে যখনই মাঠে ফিরেছেন, খুব একটা খারাপ করেননি। তাই আশা ছিল কোপার দলে জায়গা পাওয়ার।
নিজের পারফরম্যান্স নিয়ে দিবালা সন্তষ্টু থাকলেও তিনি মন ভরাতে পারেননি স্কালোনির। তাই জায়গাও মেলেনি স্কোয়াডে। যা নিয়ে দ্য অ্যাথলেটিকের সাথে হতাশাই ঝেড়েছেন, ‘‘কোপার একাদশে আমাকে কেন বাদ দেওয়া হয়েছে? আমার মনে হয় মৌসুম জুড়ে আমি বেশ ভালোই করেছি। আমি আশা করেছিলাম ডাক পাবো, তবে তা হয়নি বেশ আঘাতই পেয়েছি বলা যায়।’’
দ্য অ্যাথলেটিকের সাংবাদিক জেমস হর্নক্যাসলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘ধাক্কাটা খুব কঠিন ছিল।’
সাক্ষাৎকারে দিবালা বলেন, ‘‘আমার মনে হচ্ছিল এ বছর আমি ভালো কিছু করেছি। আত্মবিশ্বাসী ছিলাম যে স্কোয়াডে অন্তর্ভুক্ত হব। তাই এটি সহ্য করা আমার পক্ষে সহজ ছিল না। কারণ ধাক্কাটা খুব কঠিন ছিল। জাতীয় দলের অংশ হওয়া ইতিহাসের সেরা অর্জনগুলির মধ্যে একটি।’’
দলে না থাকার আক্ষেপ থাকলেও আর্জেন্টিনার দল নির্বাচন করাটা কোচের পক্ষে যে কঠিন সেটাও বলেছেন দিবালা।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘তবে আমি এটা বুঝতে পারি যে আমাদের কোচের পক্ষে দল নির্বাচন করা কঠিন। পুরো ইউরোপ জুড়ে আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে এবং তাকে ২৬ জনকে বেছে নিতে হবে। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি তাকে সবসময় এটা বলেছি। তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে এবং নিঃসন্দেহে তিনি দলের জন্য সেরাটাই বেছে নিয়েছেন।’’
রোমার এমন মৌসুম নিয়েও নিজের অনুভূতি জানান দিয়েছেন দিবালা, ‘‘ছয়ে থেকে শেষ করাটা কারোরই পছন্দ হওয়ার কথা না। আমাদের দলের এর থেকে ভালো করার সামর্থ্য ছিল। আমরা ভালোই খেলেছি, তবে শেষ করেছি ছয়ে থেকে। আমি মোটেও সন্তুষ্ট নই, আমরা আরও ভালো করতে পারতাম।’’
রোমায় চুক্তির এক বছর বাকি থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তিনি নিশ্চিত নন যে ভবিষ্যতে তার জন্য কী রয়েছে।’’
দিবালা বলেন, ‘‘ইতালি আমাকে সবকিছু দিয়েছে।’’
তিনি বলেন, ‘‘এটা ছেড়ে যাওয়া কঠিন হবে, তবে অবশ্যই আপনার সবসময় কৌতূহল থাকে, ভাবতে থাকেন আপনি লা লিগা ও প্রিমিয়ার লিগের মতো ভালো লিগে কীভাবে পারফর্ম করবেন। যেখানে দুর্দান্ত দল এবং দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’’
আর্জেন্টিনা কোপা আমেরিকার আগে ৯ জুন ইকুয়েডর এবং ১৪ জুন গুয়াতেমালার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। যেখানে তারা গ্রুপ এ-তে পেরু, চিলি ও কানাডার মুখোমুখি হবে।