বহুদিনের বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কিলিয়ান এমবাপে চলে এসেছেন রিয়াল মাদ্রিদে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়ানোর বিষয়টি জানাবে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে, ক্লাব কিংবদন্তি লুকা মদ্রিচও মাদ্রিদে থাকছেন আরও অন্তত একটি মৌসুম।
ইউরোপীয় ফুটবলে দলবদলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো বলছেন এ কথা।
এমন পরিস্থিতিতে এমবাপের জার্সি নম্বর কত হবে তা এখনই বলা যাচ্ছে না। ফুটবল বিশ্লেষকরা বলছেন, রোনালদোর রেখে যাওয়া ৭ নম্বর জার্সির ভারটা ঠিকমতোই বইছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, কিংবদন্তি মদ্রিচের জার্সি নম্বর ১০, আর ১১ নিয়ে খেলেন মাদ্রিদ আক্রমণভাগের আরেক ভরসা রদ্রিগো গোয়েস। এমন অবস্থায় খালি থাকা ৯ নম্বর জার্সিটি উঠতে পারে এম্বাপের গায়ে।
যদিও এমবাপে তার আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর ৭ পরতে পছন্দ করেন। পিএসজিতেও তার জার্সি নম্বর ৭। তবে বিশ্লেষকদের মতে, অবস্থাদৃষ্টে আপাতত মাদ্রিদে এই জার্সি নম্বরটি পাচ্ছেন না এম্বাপে।
দু-একদিনেই মদ্রিচের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনায় বসবে মাদ্রিদ বোর্ড। একইভাবে আলোচনা হবে লুকাস ভাস্কোয়েজের সঙ্গে। রোমানো বলছেন, স্প্যানিশ এই খেলোয়াড়কেও রেখে দেবে ইউরোপ চ্যাম্পিয়নরা।