Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

লিভারপুলের সাথে পাঁচ বছরের চুক্তিতে সালাহ

লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মাদ সালাহ এবার ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্লাবটির সাথে।

আপডেট : ০২ জুলাই ২০১৮, ০৮:১২ পিএম

গত মৌসুমের শুরুতে ইতালিয়ান ক্লাব রোমা থেকে ৩৪ মিলিয়ন পাউন্ডে অলরেডস’দের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ২৬ বছর বয়সী এ মিশরীয় ফুটবলার। আর প্রথম মৌসুমেই লিভারপুলের হয়ে ৫২ ম্যাচে ৪৪ গোল করেন তিনি।   

২০২৩ সাল পর্যন্ত করা এই চুক্তিতে কোনো ‘রিলিজ ক্লোজ’ উল্লেখ করা হয়নি। এ প্রসঙ্গে ক্লাবটির ম্যানেজার ইয়ুর্গান ক্ল বলেন, “এটা থেকেই বোঝা যায় লিভারপুলের প্রতি তার এবং তার প্রতি ক্লাবের আস্থা কতটা মজবুত।” 

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩২টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট অর্জন করেন সালাহ। 

এছাড়াও প্রোফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের ‘বর্ষসেরা খেলোয়াড়’ এবং ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ‘বর্ষসেরা ফুটবলার’ এর খেতাব জয় করেন মিশরীয় এই তারকা।

চুক্তির পর মোহাম্মাদ সালাহ জানিয়েছেন, “এই ক্লাবে আমার ও আমার পরিবারের জন্য প্রথম মৌসুমে অসাধারণ সময় কেটেছে। লিভারপুলের প্রত্যেককে আর পাশে থাকবার জন্য সমর্থকদের অসংখ্য ধন্যবাদ।”


About

Popular Links