Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিলের মূলশক্তি 'ভারসাম্য': তিতে

কোনো একজনের কাঁধে ভর করে নয়, বরং দলীয় ভারসাম্যের কারণেই দল ভালো করেছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে।

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ০৩:০৪ পিএম

ইনজুরির পর এই প্রথম পুরোপুরি ছন্দে মাঠে দেখা গেছে নেইমার জুনিয়রকে। আর সে বরে স্বপ্ন ভাঙলো মেক্সিকোর। জার্মান বধ করে আসা মেক্সিকানদের উলটো পিঠ যেনো কাল প্রকাশ পেয়েছে ‘সেলেসাও’দের সামনে। 

লাগাতার আক্রমণে চাপের মুখে থাকলেও ৫ বারের চ্যাম্পিয়নদের গোলশূণ্য রেখেছে ‘এল ট্রাই’রা। ম্যাচের ৫১ মিনিটে যেয়ে ডেডলক ভাঙেন নেইমার। আর ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় ফারমিনিও লিড দ্বিগুণ করেন। 

তাই কৃতিত্বটা একা কাওকে দেননি কোচ তিতে। সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের ছন্দ মেক্সিকোর বিপক্ষে ধরে রাখার যে লক্ষ্য ছিলো তাও খেলোয়াড়রা পূরণ করেছেন বলে জানান ব্রাজিলিয়ান কোচ।

“আগের ম্যাচে আমাদের খেলার যে মান ছিল মেক্সিকোর বিপক্ষে আমি সেটার পুনরাবৃত্তি প্রত্যাশা করেছিলাম এবং যদি সম্ভব হয় আরেকটু উন্নতি চেয়েছিলাম; সেটা হয়েছে। কেবল শুরুর একাদশে থাকা খেলোয়াড়রাই নয়, বদলি নামা খেলোয়াড়রাও সেটা করতে পেরেছে। আমার বিবেচনায় আমাদের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে ভারসাম্য।”

“কেউ কেউ উল্লেখ করেছিল আমরা জাতীয় দলের চেয়ে ক্লাব দলের মতো খেলছি। আমি এটাকে প্রশংসা হিসেবে নিয়েছিলাম এবং আমার দলকেও সেটা বলেছিলাম।”

আগামী শুক্রবার কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২ টায় ব্রাজিল মুখোমুখি হবে বেলজিয়ামের। 


About

Popular Links