Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

আর্জেন্টিনার জন্য ফ্রি-তেই কোচ হতে চান ম্যারাডোনা

২০২২ সাল পর্যন্ত সাম্পাওলির সঙ্গে চুক্তি থাকলেও এমন বিপর্যয়ের পর দলের দায়িত্ব নিতে ইচ্ছুক কি-না এমন প্রশ্নের জবাবে ভেনেজুয়েলার একটি টেলিভিশন শোতে মারাডোনা বলেন, “হ্যাঁ, আর আমি এটা বিনামূল্যেই করতে চাই। বিনিময়ে কিছুই চাই না আমি।”

আপডেট : ০৩ জুলাই ২০১৮, ০৮:২৪ পিএম

আর্জেন্টিনা ফুটবল দলের জন্য বিনামূল্যে কোচিং করানোর প্রস্তাব দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা।

শনিবার কাজান অ্যারেনায় নকআউটে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। নিজের দেশের অন্য সব ম্যাচের মতো এটিতেও গ্যালারিতে উপস্থিত ছিলেন এই ফুটবল কিংবদন্তী।

২০২২ সাল পর্যন্ত সাম্পাওলির সঙ্গে চুক্তি থাকলেও এমন বিপর্যয়ের পর দলের দায়িত্ব নিতে ইচ্ছুক কি-না এমন প্রশ্নের জবাবে ভেনেজুয়েলার একটি টেলিভিশন শোতে মারাডোনা বলেন, “হ্যাঁ, আর আমি এটা বিনামূল্যেই করতে চাই। বিনিময়ে কিছুই চাই না আমি।”

২০১০ সালের বিশ্বকাপে ম্যারাডোনা আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ঐ আসরের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় আলবিসেলেস্তেরা।

দেশের হয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মারাদোনা অবশ্য পরের আট বছরে সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবে ছাড়া অন্য কোথাও কোনো দলের কোচের দায়িত্ব পালন করেননি।

রাশিয়া বিশ্বকাপে গ্যালারিতে মারাডোনার হাস্যকর আচরণ, সমর্থকদের উদ্দেশে অশালীন ভঙ্গি, নিজের পোস্টার উন্মোচন করা, ম্যাচ চলার সময় ঘুমিয়ে পড়ার মতো বিষয়গুলো এবার বেশ আলোচনায় এসেছে।

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্যালারিতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ৫৭ বছর বয়সী এই কিংবদন্তী। পরে প্যারামেডিকদের কাছে শুশ্রূষা নিতে হয় তাঁকে।

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায় প্রসঙ্গে মারাদোনা বলেন, “মানুষ ভাবে যে আমি ভালো আছি। আমার সত্যি খারাপ খুব লাগছে যে কত কষ্ট করে আমরা সবকিছু তৈরি করেছিলাম আর কত সহজেই আমরা তা ধ্বংস করলাম।”


About

Popular Links