Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তান সিরিজ খেলতে চান না সাকিব, জানালেন ফারুক

শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ একদিন আগেই জানিয়েছিলেন, আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসানের থাকার সম্ভাবনা রয়েছে। তবে একদিনের ব্যবধানে সেই সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রেসবক্সে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আসন্ন আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসানের না খেলার সম্ভাবনাই বেশি। বাঁহাতি এই অলরাউন্ডারই আফগানিস্তান সিরিজ খেলতে চান না বলে জানিয়েছেন।

শারজায় আফগানিস্তানের বিপক্ষে আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। দল সংযুক্ত আরব আমিরাতে যাবে ৪ নভেম্বর। আজ–কালের মধ্যেই সিরিজের দল ঘোষণা হওয়ার কথা।

বিসিবি সভাপতি বলেন, “সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারল না, এরপর থেকে মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময় দরকার তার। এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়ে যায়নি, তবে পরের সিরিজে তার খেলার সম্ভাবনা কম। বলছি না যে খেলবে না নিশ্চিত হয়ে গেছে, তবে মিস করার সম্ভাবনাই বেশি। এটা তার মানসিক অবস্থার ওপর নির্ভর করে।”

ফারুক আহমেদ বলেন, “সে যত শক্ত মানসিকতারই হোক না কেন, মানসিকভাবে সমস্যা হবেই। শেষ টেস্টটা সে দেশে খেলতে পারেনি, এর জন্য মন খারাপ হবেই। এরপর যখন অনুশীলন করতে পারেনি, সে পেশাদার; সে ভেবেছে এ অবস্থায় সিরিজটা খেললে দেশের জন্য ভালো হবে না, তার জন্যও ভালো হবে না।”

বিসিবি সভাপতিকে সাকিব জানিয়েছেন  টি–টেন লিগ খেলে নিজের ফিটনেস ও ফর্ম যাচাই করতে চান তিনি। ফারুক আহমেদ বলেন, “সাকিব যদি সেখান থেকে নিজেকে প্রস্তুত মনে করেন, তবে আগামী সিরিজগুলোয় তার ফেরার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আফগানিস্তান সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই। মনে হচ্ছে এই সফরটা সে মিস করবে।”

   

About

Popular Links

x