Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

দীর্ঘ ৪৮ পর বিশ্বকাপে চমক

১৯৭০ সালের বিশ্বকাপের পর ২০১৮ সালে বিশ্ব দেখলো চমক।

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ০৫:৩৮ পিএম

বিশ্বকাপে দেখা গেল চমকপ্রদ ম্যাচ। নক-আউট পর্বে জাপান বনাম বেলজিয়ামের চমকপ্রদ ম্যাচ দেখলো বিশ্ব। অনেকটাই শ্বাসরুদ্ধকর ম্যাচ উপভোগ করেছে দর্শক। 

প্রথমার্ধে গোলের দেখা পেল না কোন দল। খেলায় গোলশূন্য সমতা। দ্বিতীয়ার্ধের শুরুতেই জাপান এগিয়ে গিয়েছিল দুই গোলের ব্যবধানে। ৫২ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল বেলজিয়াম। হতাশ হয়ে পড়েছিলেন সমর্থকরা। 

কিন্তু শেষ ষোলোর ম্যাচে চাপের মুখে থেকে ঘুরে দাঁড়ালো বেলজিয়াম। ৬৯ ও ৭৪ মিনিটে দুটি গোলই শোধ করে দেয় বেলজিয়াম। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত থাকে ২-২ ব্যবধানের সমতা। রেফারি শেষ বাঁশি বাজানোর ঠিক আগ মুহূর্তে এগিয়ে যায় বেলজিয়াম। জাপানের জালে বল জড়িয়ে দেন বেলজিয়ামের উইঙ্গার নাসের চাডলি। ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয় পায় বেলজিয়াম।

বিশ্বকাপের নকআউট পর্বের শেষবারের মতো কোনো দল দুই গোলে পিছিয়ে পড়েও জয় তুলে এনেছিল। বেলজিয়ামের মতো এমন জয় শেষবারের মতো দেখা গিয়েছিল ৪৮ বছর আগে। ১৯৭০ সালের বিশ্বকাপে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পশ্চিম জার্মানি। ৩-২ গোলে হারিয়েছিল ইংল্যান্ডকে।

এইবার রাশিয়া বিশ্বকাপে বিশ্ব দেখলো আবার সেই চমক। 

About

Popular Links