Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

হলুদ ফাঁদে ‘আটক’ খেলোয়াড়

হলুদ কার্ডের কারণে আটকে যাওয়া খেলোয়াড় বাদে দলগুলো মাঠে কেমন পারফরম্যান্স করবে বা নিজেদের কীভাবে সামলে নেবে, এখন সেটাই দেখার বিষয়।

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ০৭:৩৫ পিএম

ফিফার নতুন নিয়মে, কোয়ার্টার ফাইনালের আগের ম্যাচে দুটি হলুদ কার্ড পেলেই, পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারবেন না সে খেলোয়াড়। এই নিয়মের ফাঁদে ইতোমধ্যেই আটকা পড়েছেন বেশ ক’জন তারকা ফুটবলার। উদাহরণ হিসেবে বলা যায়, ব্রজিলিয়ান খেলোয়াড় কাসেমিরোর কথা। 

দুটি হলুদ কার্ড পাওয়ায় শেষ আটে ব্রাজিলের হয়ে বেলজিয়ামের বিপক্ষে মাঠে খেলতে পারবেন না তিনি। অথচ, ব্রাজিলের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত ‘কাসেমিরো।’

হলুদ কার্ডের ফাঁদে আটকে গেছেন ফ্রান্সের মিডফিল্ডার ব্লেইস মাতুইদি-ও। শেষ ষোলোতে আর্জেন্টাইন খেলোয়াড়দের আটকে রাখার পেছনে বেশ ভালো ভূমিকা রেখেছিলেন মাতুইদি। কিন্তু, ওই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায়, শেষে আটে দর্শকের ভূমিকা পালন করতে হবে তাকে।    

এদিকে, শেষ আটে স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। কিন্তু, দুটি হলুদ কার্ড পাওয়ায় ম্যাচটিতে খেলতে পারবেন না, ক্রোয়েশিয়ান রক্ষণাত্মক মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। একই সমস্যায় পড়েছে সুইডেনও। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটিতে মাঠে নামাতে পারছে না, নিজেদের রাইটব্যাক মিকায়েল লাসতিগ-কে। অথচ, সুইডেনকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে আসার পেছেনে লাসতিগের য়থেষ্ট অবদান রয়েছে।

হলুদ কার্ডের কারণে আটকে যাওয়া খেলোয়াড় বাদে দলগুলো মাঠে কেমন পারফরম্যান্স করবে বা নিজেদের কীভাবে সামলে নেবে, এখন সেটাই দেখার বিষয়।


   

About

Popular Links

x