নাটক করছেন বলে অনেকেই যখন নেইমারের সমালোচনায় মুখর, তখন তাঁর পক্ষেই কথা বললেন কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ দলের রোমেলু লুকাকু।
বেলজিয়ামের এই ফরোয়ার্ড মনে করেন, নেইমার অভিনেতা নন, বরং বড় মাপের ফুটবলার।
কাজানে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি। রাশিয়া বিশ্বকাপের অন্যতম বড় এই ম্যাচে স্বাভাবিকভাবেই সবার নজর থাকবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমারের উপর।
তবে অকারণেই ডাইভ দেওয়া, গড়াগড়ি খাওয়া এবং ফাউলের শিকার হলে তা অতিরঞ্জিত করায় ইতোমধ্যে নেইমারকে নিয়ে চলেছে কড়া সমালোচনা।
তবে এই সমালোচনার মধ্যেও লুকাকু আছেন নেইমারের পাশেই। নেইমার ‘দক্ষ ফুটবলার নাকি অভিনেতা’-বৃহস্পতিবার এমন এক প্রশ্নের জবাবে লুকাকু সাংবাদিকদের বলেন, “দক্ষ। আমার কাছে সে অভিনেতা নন।”
“আমি মনে করি, নেইমার ভবিষ্যতে বিশ্বসেরা ফুটবলার হবে। আর আমি তার বিপক্ষে দ্বিতীয়বার খেলতে পেরে খুশি।”
গত সোমবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে নকআউট থেকে ছিটকে পড়ার পর নেইমারের আচরণ নিয়ে বেশে খেপেছিলেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও। মাঠে নেইমারের আচরণ তার কাছে ‘অতিমাত্রায় অভিনয়’ মনে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।