Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

১৬ মাস পর ব্রাজিল দলে নেইমার

তার এই ফেরা স্বস্তি ফিরিয়েছে ব্রাজিল দল, সমর্থক ও খোদ নেইমারকেও

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১০:২৯ এএম

চোটের কারণে দীর্ঘ ১৬ মাস দলের বাইরে থাকার পর অবশেষে ব্রাজিল দলে ফিরলেন পোস্টার বয় নেইমার জুনিয়র। তার এই ফেরা স্বস্তি ফিরিয়েছে হাজারো সমর্থক ও খোদ নেইমারকেও।

বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের দল ঘোষণার মধ্য দিয়ে ১৬ মাস দলের বাইরে থাকার যন্ত্রণার কিছুটা হলেও উপশম হলো।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের দলে ফেরার প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নেইমারের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, টিভির সামনে উৎসুকভঙ্গিতে বসে আছেন তিনি। টিভিতে তখন দেখা যাচ্ছিল ব্রাজিল কোচ দরিভাল দল ঘোষণা করবেন। ২৩ সদস্যের এই দলে ঘোষিত হয় নেইমারের নামও। আর এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ফিরতে পেরে অনেক আনন্দিত।”

নেইমারের ফেরা প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘‘নেইমার কিসের প্রতিনিধিত্ব করে, সেটা নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। সে এখন নিজের ছন্দ ফিরে পাওয়ার পথে আছে, আমরা সেটা জানি ও বুঝতে পারি। আমরা বিশ্বাস করি, যে সামর্থ্য ও গুণাবলি তার আছে, সেটা দিয়ে মাঠে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা তার ফেরার অপেক্ষায় রয়েছি। এটাই প্রথম সুযোগ, যা আমরা তাকে দিতে পারি। আমি আশা করি, যখন সে দলে ফিরবে, সে আনন্দিত হবে। এখন আমাদের তাকে নিজের সক্ষমতা বিকাশের আত্মবিশ্বাস দিতে হবে। অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা তৈরি করাও ঠিক হবে না। আমাদের তার ফিরে আসার ওপর সব দায়িত্ব যেন চাপিয়ে না দেই।’’

   

About

Popular Links

x