Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে হারিয়ে দিলো ব্রাজিল

বিশ্বকাপে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৫:৪৩ পিএম

২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। তবে ফুলবলের মতো ক্রিকেটে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা ছিল না।

সোমবার (১০ মার্চ) টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়ে দিয়েছে ব্রাজিল।

টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ব্রাজিল নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৯ রান। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট হন আর্জেন্টাইন নারী দল। সর্বোচ্চ ১০ রান করেন আর্জেন্টিনার ওপেনার মালেনা লোয়ো। এছাড়া আর কেউ দুই অংকে যেতে পারেননি।

ব্রাজিলের নিকোল মন্তেইরো ৪ ওভারে ৭ রান খরচ করে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।

   

About

Popular Links

x