দীর্ঘ ১৬ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফিরেছিলেন। মাঠে নামার কথা ছিলো আগামী সপ্তাহেই। এর আগেই আবার দুঃসংবাদ দিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার। হলুদ জার্সিতে তার ফেরা আরও দীর্ঘায়ত হচ্ছে। বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে দল থেকে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন মাদ্রিদ ফরোয়ার্ড এনড্রিক।
২০২৩ এর অক্টোবরে শেষ হলুদ জার্সিতে দেখা গিয়েছিল নেইমারকে। উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচে চোট পাওয়ার পর প্রায় দেড় বছর মাঠের ছিলেন তিনি। সম্প্রতি যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে।
শুক্রবার (১৪ মার্চ) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, চোটের কারণে নেইমারকে দলে রাখা হচ্ছে না।
চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন ম্যান সিটির গোলকিপার এডারসন ও ফ্ল্যামেঙ্গোর দানিলোও। তাদের বদলে দলে যুক্ত হচ্ছেন গোলরক্ষক লুকাস পেরি ও ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।
সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এডারসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’