Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

শনিবার মাঠে গড়াচ্ছে আইপিএল, কোন দল কেমন হলো

আরও একবার টি-টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনায় মাততে প্রস্তুত ক্রিকেট বিশ্ব

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৮:৫৮ পিএম

আরও একবার টি-টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনায় মাততে প্রস্তুত ক্রিকেট বিশ্ব। শনিবার পর্দা ওঠতে যাচ্ছে আইপিএলের এবারের আসরের। ১০ দলের এবারের আসরের সেরা দল কোনটি, কাদের জেতার সম্ভবনা বেশি- তা নিয়ে যেন আগ্রহের শেষ নেই।

এবারের আসরে লক্ষ্ণৌর অধিনায়ক হিসেবে থাকছেন ঋষভ পন্থ। এই উইকেট-কিপার ব্যাটসম্যানকে এবার ২৭ কোটিতে রুপিতে দলে ভিরিয়েছে লক্ষ্ণৌও। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এখন তিনিই। এছাড়াও দলটির কোচ হিসেবে থাকছেন জাস্টিন ল্যাঙ্গার।

দলে রয়েছে হিটার ব্যাটসম্যান নিকোলাস পুরান, ডেভিড মিলার, মিচেল মার্শ, এইডেন মার্করামের মতো খেলোয়াড়রা। এদের টপ ও মিডল অর্ডার বেশ শক্তিশালী। তবে দলে ইমপ্যাক্টফুল খেলোয়াড় নেই বললেই চলে।

এবারও রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে থাকছেন সঞ্জু স্যামসন। আর কোচ হিসেবে থাকছেন রাহুল দ্রাবিড়। এই দলে রয়েছে যশস্বী জয়সোয়াল. রিয়ান পরাগ, হেইমায়ার, শিবাম দুবের মতো হার্ড হিটার ব্যাটসম্যান। তবে দলে প্রতিষ্ঠিত কোনো অলরাউন্ডার নেই।

এবার বড় রদবদল এসেছে কলকাতা নাইট রাইডার্সে। দলের অধিনায়ক করা হয়েছে আজিঙ্কিয়া রাহানেকে। দলটি শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে। দলটিতে রয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ডি কক, জনসন, মঈন আলী, পাওয়েলের মতো হার্ড হিটার ব্যাটসম্যান। তবে কলকাতার বোলিং লাইন আপে উল্লেখযোগ্য তেমন কেউ নেয়।

গুজরাট টাইটান এবার টপ অর্ডার শক্তাশালী করে দল গঠন করেছে। শুবমান গিলের সঙ্গে রয়েছে রশিদ খান, বাটলার, ওয়াশিংটন সুন্দর, রাদারফোর্ড, গ্লেন ফিলিপস, মহিপাল লামরোরের মতো তুখুর ব্যাটসম্যান। বোলিংয়ের নিজেদের শক্তাশালী করেছে দলটি। বোলিং অ্যাকশনে রয়েছে রাবাদা, রশিদ খান, মোহাম্মদ সিরাজের মতো আগুন ঝরানো বোলার।

শ্রেয়াসকে দলে ভিরিয়েই অধিনায়কত্ব তুলে দিয়েছে পাঞ্জাব কিংস। আর্শদিপ, চাহাল, ম্যাক্সওয়েল, কুলদীপ, অ্যারন হার্ডির মতো খেলোয়াররা এবার খেলবেন প্রীতির হয়ে।

গতবার ব্যাপক সমালোচনার মুখে থাকার পরও এবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার কাধে। দলটিতে রয়েছে বুমরা, পান্ডিয়া, রোহিত, সূর্যকুমার, বোল্ট, ‍মুজিব, জ্যাকস, স্যান্টনারের মতো অভিজ্ঞ সব খেলোয়ার্ড।

   

About

Popular Links

x