Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ বদলে গেল টি-টোয়েন্টিতে!

আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০২:২৮ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছে। শুরু থেকেই এবার খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম লিগ শেষেই পরবর্তী সিরিজের জন্য যোগ দেবেন শান্ত-মিরাজরা। যেখানে আগামী মাসে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ।

এরপর আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর জুলাইয়ে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। আর আসন্ন এই দুই সিরিজের সবকটি ম্যাচই ওয়ানডে ফরম্যাটে খেলার কথা ছিল। তবে নতুন করে সবগুলো ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে পারো

বিসিবি সূত্রে জানা গেছে, মিরপুরে এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২০, ২২ ও ২৪ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে বাংলাদেশে এসে ম্যাচ ৩টি খেলবে পাকিস্তান দল।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এ কারণে আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ৮ ম্যাচের সবগুলোই হতে পারে টি-টোয়েন্টি সংস্করণে। 

এদিকে বর্তমানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের পদটি ফাঁকা রয়েছে। নাজমুল হোসেন গত জানুয়ারিতে জানিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব আর তিনি দেবেন না। তবে বিসিবি চাইলে টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব করতে রাজি আছেন নাজমুল। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেই শেষ হয়েছে তাঁর অধিনায়কত্বের আগের মেয়াদ।

   

About

Popular Links

x