হায়দরাবাদের হয়ে বিস্ফোরক সব ইনিংস খেলে গত আসরেই নিজেদের আলাদাভাবে পরিচয় করিয়েছিলেন ট্রাভিস হেড ও আভিষেক শর্মা। এই দুই ওপেনার গতবার যেখানে শেষ করেছিলেন এবার ঠিক সেখান থেকেই যেন নতুন করে শুরু করলেন। আসরে নিজেদের প্রথম ম্যাচেই ঝড় তোলেছেন তারা। তাদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন ইশান কিশান।
হায়দরাবাদে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ১০৬ রান করেছেন ইশান।
ইনিংসের শুরু থেকেই চড়াওভাবে খেলতে থাকেন হেড ও অভিষেক। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চতুর্থ ওভারেই দলীয় ফিফটি তুলে নেয় দলটি। ১১ বলে ২৪ রান করে অভিষেক ফিরলেও মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি করেন হেড।
হেডের বিদায়ের পর নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়েন ইশান কিশান। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৭২ রান। ১৫ বলে ৩০ করে সাঝ ঘরে ফেরেন নিতিশ। এরপর ইশানের সঙ্গে যোগ দেন হেনরিখ ক্লাসেন। এই প্রোটিয়ার ১৪ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংসে ভর করে হায়দরাবাদের সংগ্রহ হয় ২৮৬ রান।