Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

হার্ট অ্যাটাক হয়েছে তামিমের

হাসপাতালে পৌঁছেছেন তামিমের স্ত্রী ও বড় ভাই

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম

সাভারের বিকেএসপি মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

সোমবার (২৪ মার্চ) মাঠে নামার পর বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের  জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে তামিম কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালে অবস্থান করা ম্যাচ রেফারি দেবব্রত পালের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছেন, তামিমের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে ব্লক পাওয়া গেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে।

তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন।

জানা গেছে, বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।

এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা গেছে, তামিমের ঢাকায় আনারও উদ্যোগ নেওয়া হয়েছিল। বিকেএসপির মাঠে হেলিকপ্টারও নামানো হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তামিমকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, তামিমের অসুস্থতার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় বোর্ডের পরিচালকবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। তবে তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়ায় বিসিবির কার্যনির্বাহী কমিটির ১৯তম বোর্ডসভা স্থগিত করা হলো। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

   

About

Popular Links

x