Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বেনফিকাকে ডি মারিয়ার বিদায়

পর্তুগিজ ক্লাব বেনফিকাকে দিয়েই ইউরোপে যাত্রা শুরু হয় ডি মারিয়ার

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:২৪ পিএম

পর্তুগিজ ক্লাব বেনফিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। মৌসুম শেষে দল ছাড়ার ঘোষণাটি শনিবার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানান তিনি।

বিদায়ী বার্তায় ডি মারিয়া লিখেছেন, ‘এই জার্সি পরে চ্যাম্পিয়নশিপে (পর্তুগিজ লিগে) এটিই ছিল আমার শেষ ম্যাচ। আমি গর্বিত যে আবার এটি পরতে পেরেছি। এখনো একটি ফাইনাল (পর্তুগিজ কাপ) বাকি। রবিবার (২৫ মে) আমরা সেটি জয়ের জন্য উল্লাস ও উদ্দীপনা নিয়ে মাঠে নামব। সব সময় যেমন একসঙ্গে ছিলাম, এবারও থাকব। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’’

শনিবার (১৭ মে) রাতে পর্তুগিজ লিগ মৌসুমের শেষ দিনে শিরোপার মিমাংসা হয়েছে। ব্রাগারের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানার্সআপ হয়েছে তার দল।

ইউরোপ ফুটবলে ডি মারিয়ার যাত্রা শুরু হয় বেনফিকাকে দিয়েই। সেখানে ৩ বছর কাটানোর পর একে একে রিয়াল মাদ্রিদ, ম্যান ইউ, পিএসজি ও জুভেন্টাসে খেলে ১৩ বছর পর পুনরায় ফিরে আসেন বেনফিকাতেই।

এ বছরের জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে তার। সেটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য এরপর কোথায় যোগ দেবেন, সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

   

About

Popular Links

x