Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

টাইব্রেকারে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ভারতের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছে যুবারা

আপডেট : ১৮ মে ২০২৫, ১০:৫৯ পিএম

প্রথম তিন শটের সবগুলোতেই গোল। পরের দুটিতেই হারলো বাংলাদেশ। আশা জাগিয়েও যেন শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পারলো না যুবারা। ভারতীয়দের উচ্ছ্বাসের বিপরীতে শিশুর মতো কাঁদতে থাকেন মোর্শেদ আলী-নাজমুল হুদারা।

শনিবার (১৮ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল। ১-১ গোলে সমতার পর টাইব্রেকারে ভারতের কাছে ৪-৩ ব্যবধানে হেরে কেঁদেছেন মোরশেদ-নাজমুলরা।

খেলার প্রথমার্ধের শুরুতে গোল হজম করলেও ধীরে ধীরে বাংলাদেশ খেলা তৈরি করতে থাকে। ৪২ মিনিটে শ্রীলঙ্কার রেফারি মোহাম্মদ জাফরানের এক বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশের নিশ্চিত গোল বাতিল হয়ে যায়। পরে নতুন উদ্যমে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। যার ফলও পায় দ্রুত। ৬০ মিনিটে জটলার মধ্যে থেকে জোরালো শটে বাংলাদেশকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা জয় আহমেদ। ভারতও এবারের টুর্নামেন্টে প্রথম গোল হজম করে।

মালদ্বীপের সঙ্গে ড্র দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করেছিল যুবারা। দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। এরপর নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

   

About

Popular Links

x