Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

পাঁচ ধাপ এগিয়ে নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে উঠে এসেছে

আপডেট : ১২ জুন ২০২৫, ০৬:২৯ পিএম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী ফুটবলের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১২৮ নম্বরে উঠে এসেছে।  মার্চে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। সেখান থেকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বৃহস্পতিবার (১২ জুন) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী ফুটবলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

মে মাসে নারী ফিফা উইন্ডোতে জর্ডানে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ খেলেছে। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিল লাল-সবুজের দল। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়। এতে পাঁচ ধাপ উন্নতি হয়েছে র‌্যাঙ্কিংয়ে।

নারী ফুটবলের পরবর্তী র‌্যাঙ্কিং প্রকাশ হবে আগামী ৭ আগস্ট। এই সময়ের মধ্যে বাংলাদেশ এশিয়ান নারী বাছাই টুর্নামেন্ট খেলবে মিয়ানমারে। স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারলে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে পারবে।

এশিয়ান নারী বাছাইয়ে বাংলাদেশ ভালো ফলাফল করলে ইতিবাচক প্রভাব পড়বে র‌্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো বাংলাদেশের র‌্যাঙ্কিং ১১০০ পয়েন্ট স্পর্শ করার সুযোগ হাতছানি দিচ্ছে।

এদিকে, ফুটবলে নারী র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ সাত ধাপ উন্নতি হয়েছে মিশরের। সবচেয়ে বেশি পাঁচ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

   
Banner

About

Popular Links

x