Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

অঁরিকে জিরুদের চ্যালেঞ্জ

অঁরি যে ভুল দল বেছে নিয়েছেন, সেটা ফ্রান্স প্রমাণ করতে চায়- জিরুদ

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১০:১৮ এএম

বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনালে খেলবে ফ্রান্স। তবে বেলজিয়ামে রয়েছে ফ্রান্সের পরিচিত মুখ। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী থিয়েরি অঁরি কাজ করেন বেলজিয়ামের হয়ে। অঁরি যে ভুল দল বেছে নিয়েছেন, সেটা ফ্রান্স প্রমাণ করতে চায়। এমনি মন্তব্য করলেন দলের ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদ।

২০ বছর আগে নিজ দলের জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন অঁরি, কিন্তু নিয়তির নির্মম পরিহাস  এখন নিজ দেশের দলের বিপক্ষে ‘রণকৌশল’ সাজানোর অংশীদার হতে হচ্ছে তাকে। ফ্রান্সের সাবেক স্ট্রাইকার অঁরি বেলজিয়ান কোচিং স্টাফ হয়ে কাজ করছেন।  

বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেসের সহকারী হিসেবে রয়েছে অঁরি।

নিজ দেশের শীর্ষ গোলদাতাকে প্রতিপক্ষ দলে দেখতে হবে বলে জিরুদের অনুভূতি বহিঃপ্রকাশ কিছুটা অন্যরকম, ‘এই ম্যাচে আমাদের বিপক্ষে থিয়েরিকে দেখব, এটা অদ্ভুত। তিনি যে ভুল ক্যাম্প বেছে নিয়েছেন সেটা প্রমাণ করতে পারলে আমি খুব গর্বিত হবো।’

তবে জিরুদের মন্তব্য অঁরিকে নিজ দলে দেখতে পারলে ভালো লাগতো তাদের, ‘আমাকে ও অন্য ফরাসি ফরোয়ার্ডকে পরামর্শ দিতে অঁরিকে আমাদের দলে পেলে খুব ভালো লাগতো। কিন্তু আমি ঈর্ষান্বিত নই।’ 

জিরুদের রয়েছে কিছু অতীত স্মৃতি। কারণ তিনি সমালোচিত হয়েছেন অঁরির কাছে। তবে ঐসব মাথায় রাখেননি তিনি। তবে এখন চিন্তা সামনে এগোনোর, ‘সে আমার সম্পর্কে কিছু বলেছিল কয়েক বছর আগে। আমার কাজ হলো মাঠে ভালো করা এবং যতটা সম্ভব ভালোভাবে ফ্রান্সের প্রতিনিধিত্ব করা। এটাও তার জন্য স্বাভাবিক একটা ম্যাচ। আমি সবার মাঝে আমার জয়ের ক্ষুধাটা ছড়িয়ে দিতে চাই।’ 

About

Popular Links