Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

এমবাপে খেলবেন পছন্দের খেলোয়াডের বিপক্ষে

“তিনি এমন কেউ যাকে আমি অনেক পছন্দ করি। তিনি ছিলেন বড় মাপের একজন খেলোয়াড়”

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ০৩:২৯ পিএম

সেন্ত পিতার্সবুর্গে মঙ্গলবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স এবং বেলজিয়াম।

১৯৯৮ সালে ফ্রান্সের জার্সি গায়ে বিশ্বকাপ জয়ী হয়েছিলেন অঁরি। ফ্রান্সের হয়ে ১২৩টি ম্যাচ খেলেন সাবেক তারকা স্ট্রাইকার। তিনি ২০১৬ সাল থেকে বেলজিয়াম দলের কোচ রবের্তো মার্তিনেসের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কারণেই সেমি-ফাইনালে নিজ দেশের বিপক্ষে শিবিরে থাকতে হচ্ছে তাকে।      

অঁরির খেলার ভক্ত এমবাপে। নিজ দেশের সাবেক খেলোয়াড় এখন বিপক্ষ দলের পরামর্শক তাইতো মিশ্র অনুভূতি কাজ করছে এমবাপের। 

এমবাপে অঁরির প্রশংসায় করে বললেন, “অঁরির সঙ্গে আবারও দেখা হওয়াটা হবে অদ্ভুত। তিনি এমন কেউ যাকে আমি অনেক পছন্দ করি। তিনি ছিলেন বড় মাপের একজন খেলোয়াড়। তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন”। 

তবে, কিছুটা আক্ষেপ রয়েছে তার, “তিনি ফরাসি। তবে তিনি থাকবেন প্রতিপক্ষের বেঞ্চে। নিশ্চিতভাবে এটা তার জন্যও অস্বাভাবিক হবে”। 

দলকে সেমিফাইনালে নিয়ে আসার পেছনে বড় অবদান রয়েছে এমবাপের। তিনটি গোল করার পাশাপাশি দেখিয়েছেন দারুণ পারফরম্যান্স।

About

Popular Links