চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আচমকা ইনজুরিতে কেঁদে মাঠ ছেড়েছেন মোহাম্মদ সালাহ। শুধু তিনিই নন, কেঁদেছে পুরো মিশর। যার কারণে এই চোট পেয়েছেন লিভারপুল ফরোয়ার্ড, সেই সের্হিয়ো রামোসের শাস্তি চেয়ে এক পিটিশনে সই পড়েছে ৩ লাখ ভক্তের। এবার রিয়াল মাদ্রিদের অধিনায়কের বিরুদ্ধে মামলা ঠুঁকে দিয়েছেন মিশরের এক আইনজীবী।
কিয়েভে গত শনিবারের ম্যাচে বল কেড়ে নেওয়ার সময় সালাহর ডান হাত ধরে টান দেন রামোস। এতে প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের কাঁধে গুরুতর চোট লাগে। ওই ম্যাচ থেকে তো ছিটকে গেছেনই, বিশ্বকাপও শঙ্কায় পড়ে গেছে তার। যদিও এক টুইটার বার্তায় সালাহ বলেছেন, বিশ্বকাপে ফিরতে আশাবাদী তিনি। কিন্তু তাতেও রাগ দমিয়ে রাখতে পারেননি মিশরীয় আইনজীবী বাসেম ওয়াহবা।
মিশরীয় টেলিভিশন চ্যানেল সাদা আল-বালাদের এক অনুষ্ঠানে ওয়াহবা ঘোষণা দেন, ফিফার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারকে ইচ্ছাকৃতভাবে ‘শারীরিক ও মানসিকভাবে ক্ষতি’ করার অভিযোগ এনেছেন তিনি রামোসের বিরুদ্ধে।
ওয়াহবা বলেছেন, ‘মোহাম্মদ সালাহকে ইচ্ছাকৃতভাবে চোটে ফেলেছেন রামোস। এজন্য তার শাস্তি হওয়া উচিত। আমি ফিফায় একটি মামলা ও অভিযোগ দায়ের করেছি। সালাহ ও মিশরীয় জনগণকে শারীরিক ও মানসিকভাবে ব্যথিত করায় আমি ক্ষতিপূরণের দাবি জানিয়েছি, যেটার পরিমাণ ১ বিলিয়ন ইউরোর বেশি।’ গোল ডটকম
মতামত দিন