খেলার ঠিক শেষ মূহুর্তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ডি বক্সের বাইরে থেকে টনি ক্রুসের বাঁকানো ফ্রি কিকের গোলে উল্লাসে মেতে উঠেন জার্মানরা। শেষ ২-১ গোলে থামলো সুইডেন বনাম জার্মানির লড়াই।
হার দিয়ে যাত্রটা শুরু হয়েছিল চ্যাম্পিয়ানদের। তাই সুইডেনের সাথে ম্যাচে টিকে থাকার লড়াই করতে হয়েছিল। অনেকটা ঘোরের মধ্যে কেটেছে ম্যাচের পুরো সময়টুকু। শেষ মুহূর্তে ঘোর কেটেছে টনি ক্রুজের গোলে। তবে, শেষ জয়ের হাসি হাসলো জার্মানরা। সুইডেনের বিপক্ষে ২-১ গোলে জয় পেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা।
শনিবার রাতে সোচিতে পুরো খেলা জুড়ে ১-১ সমতা ধরে রেখেছিল সুইডেন। ড্র হলেও জার্মানরা প্রথম রাউন্ড পার হওয়ার জন্য থাকতে হতো বিপদ সীমায়। একদম শেষ দ্বারপ্রান্তে গিয়ে চ্যাম্পিয়নদের উল্লাসে মাতান টনি ক্রুস। ডি বক্সের একদম কাছে দুর্দান্ত ফ্রি-কিকে টনি ত্রুস জয় এনে দিলেন জার্মানদের জন্য।
পুরো ম্যাচ জার্মান দলকে নিজের দখলে আগলে রেখেছেন জেরম বোয়েটাং। কিন্তু, ৮২ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ ১৫ মিনিট জার্মানিকে খেলতে হয়েছে একজন যোদ্ধাবিহীন ভাবে।
গত ৪০ বছরেও জার্মানির সাথে জয়ের রেকর্ড নেই সুইডেনের। সেই সুইডেনই প্রথমার্ধের ৩২ মিনিটে গোল করে তাক লাগিয়ের দিলেন জার্মানদের। অনেকটা চিন্তায় পড়ে গেলেন জার্মান খেলোয়াড়রা।
Football, eh?#GERSWE pic.twitter.com/PWPS9s0UtQ
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 23, 2018
তবে, ঘুরে দাঁড়ায় জার্মানি। ম্যাচের দ্বিতীয় ভাগে খেলা শুরু হওয়ার তিন মিনিটের মাথায় মারিও গোমেজের গোলে ম্যাচে সমতা ফিরে আসে।
শেষ লড়াইয়ে একের পর এক আক্রমণ করেও ফল পায়নি জার্মানি। মাঝে মধ্যে দু একটি আক্রমণ জেগে উঠেছিল সুইডেনরাও। অবশেষে খেলার ঠিক শেষ মূহুর্তে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ডি বক্সের বাইরে থেকে টনি ক্রুসের বাঁকানো ফ্রি কিকের গোলে উল্লাসে মেতে উঠেন জার্মানরা। শেষ ২-১ গোলে থামলো সুইডেন বনাম জার্মানির লড়াই।
এই জয় দিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ওঠার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো বর্তমান চ্যাম্পিয়নরা।
মতামত দিন