আজকে ২৫ জুন থাকছে ৪টি ম্যাচ। দেখে নিন রাশিয়া বিশ্বকাপে আজকের ম্যাচ গুলোতে কে কার প্রতিপক্ষ
২৫ জুন রাত ৮টায় দু’টি ম্যাচঃ
আজকে সোমবার (২৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় একই সাথে দু’টি খেলা অনুষ্ঠিত হবে। এক ম্যাচে লড়বেন উরুগুয়ে বনাম স্বাগতিক রাশিয়া। সামারা অ্যারেনা, সামারা ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
অন্য দিকে একই সময়ে ভলগোগ্রাদ অ্যারেনা, ভলগোগ্রাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে সৌদি আরব এবং মিশর।
রাত ১২ টায় রয়েছে দু’টি ম্যাচ।

মোরদোভিয়া অ্যারেনা, সারানস্ক লড়াই করবে ইরান বনাম পর্তুগাল এবং অন্য দিকে কালিনিনগ্রাদ স্টেডিয়াম, কালিনিনগ্রাদ মুখোমুখি হবে স্পেন বনাম মরক্কো।
ম্যাচ গুলো সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন, নাগরিক টিভি, মাছরাঙ্গা টিভি এবং সনি ইএসপিএন এর পর্দায়।
মতামত দিন