গতকাল ব্রাজিলের অনুশীলনে গোড়ালিতে চোট পান ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার
চোট কাটিয়ে মাঠে ফিরেছেন মার্সেলো। কিন্তু এই সুসংবাদের মধ্যে দুঃসংবাদও পেল ব্রাজিল। গোড়ালির চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকেই ছিটকে পড়েছেন ব্রাজিলের রাইট-ব্যাক দানিলো। অর্থাৎ ব্রাজিলের লেফট-ব্যাক চোট থেকে ফিরে আসতে না–আসতেই বিদায় নিচ্ছেন রাইট-ব্যাক।
কাজান অ্যারেনায় আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ব্রাজিল। কিন্তু চোটের কারণে বিশ্বকাপেই আর খেলতে পারছেন না ব্রাজিলের দানিলো।
বিশ্বকাপের আগেই চোট পাওয়া দানিলো আলভেজের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছিলেন দানিলো লুইজ ডা সিলভা। কিন্তু গতকাল ব্রাজিলের অনুশীলনে গোড়ালিতে চোট পান ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বিবৃতিতে বলা হয়েছে, ‘দানিলো বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। বিশ্বকাপ শেষ হওয়ার আগে তাঁর সুস্থ হয়ে ওঠার মতো সম্ভাবনা নেই। রাশিয়ায় সে দলের সঙ্গে থাকবে।’
গ্রুপ পর্বের সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন দানিলো। কিন্তু কোস্টারিকা ও সার্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। অনুশীলনের সময়ে ডান কোমরে চোট পেয়েছিলেন তিনি। নকআউটে মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে সুস্থ হয়ে উঠলেও তিতে তাঁর বদলি হিসেবে ফাগনারকেই খেলিয়েছেন প্রথম একাদশে। আজ বেলজিয়ামের বিপক্ষেও ফাগনারকেই দেখা যাবে ব্রাজিলের রাইট-ব্যাক পজিশনে।
এদিকে ডগলাস কস্তা ইনজুরি কাটিয়ে ওঠায় আজ অবশ্য তাঁকে মাঠে পাচ্ছে ব্রাজিল।
মতামত দিন