রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সোমবার এক সংবাদ সম্মেলনে সংবাদটির সত্যতা নিশ্চিত করেছে।
স্পেনের জাতীয় দলের নতুন কোচ হলেন লুইস এনরিকে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সোমবার এক সংবাদ সম্মেলনে সংবাদটির সত্যতা নিশ্চিত করেছে। বিশ্বকাপের আগে হুলেন লোপেতেগি বরখাস্ত হওয়ার পর কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল ফের্নান্দো হিয়েরোকে। কিন্তু, শেষ ষোলো থেকে স্পেন ছিটকে পড়ায় রোববার পদত্যাগ করেন তিনি।
নতুন কোচ এনরিক প্রসঙ্গে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)-এর প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস জানিয়েছেন, সবার সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনরিকে তার স্টাফদের নিয়ে আসবেন এবং আগামী সপ্তাহে সে বিষয়ে কথা বলবেন।
গোল ডটকমের বরাতে জানা গেছে, সাবেক এই স্পেন খেলোয়াড় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ক্লাবের হয়ে খেলেছেন। পরবর্তীতে, ২০১৪ সালে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পান। তিন মৌসুমে ৯টি ট্রফি জিতে ২০১৭ সালের মে মাসে বার্সেলোনা ছাড়েন তিনি। এর আগে বার্সার রিজার্ভ দল, সেল্তা ভিগা এবং সিরি এ দল রোমার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
মতামত দিন