গ্যালারিতে বসে খেলা উপভোগ করলেন তিন দেশের প্রেসিডেন্ট
মাঠের খেলা উপভোগ করতে গ্যালারিতে হাজির হয় সমর্থকরা। সমর্থকের পাশাপাশি গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছে প্রেসিডেন্ট। বিশ্বকাপ ফাইনাল বলে কথা। তাইতো গ্যালারিতে দেখা গেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ ও ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোবিচ।
প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে খেলেছে ক্রোয়েশিয়া। উত্তেজনায় ভাসছে ইউরোপের ছোট্ট দেশটি জুড়ে। তাইতো নিজ দেশের খেলোয়াড়দের সমর্থন দিতে মস্কোতে হাজির হলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোবিচ।
একই সাথে দ্বিতীয় বারের মতো শিরোপার স্বাদ নিল ফরাসিরা। তাদের সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ।
বিশ্বকাপ উপলক্ষে একাধিক রাষ্ট্রপ্রধানকে নিজ দেশে আমন্ত্রণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইনালে দুই দেশের প্রেসিডেন্টের সাথে খেলা উপভোগ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
মাঠে বসেই একাধিক গুরুত্বপূর্ণ খেলা দেখেছেন ক্রোয়াট প্রেসিডেন্ট। রাকিতিচদের গোলের উল্লাসে মেতেছেন কোলিন্দা গ্রাবার। খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে গিয়ে উল্লাসে মেতেছেন ফুটবলারদের সঙ্গে।
মতামত দিন