বিশ্বকাপের সব ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে ফ্রান্স। সবার ধারণা ছিল, এমন অর্জনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন দেশম। আর ফ্রান্স দলের দায়িত্ব নেবেন জিদান।
গুঞ্জন ছড়িয়েছিল, ফ্রান্সের কোচের দায়িত্ব নিতে পারেন কিংবদন্তি ফরাসি ফুটবলার জিনেদিন জিদান। ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর তো গুঞ্জন আরও বেড়েছে। তবে, সব গুঞ্জনই আপাতত উড়িয়ে দিতে হচ্ছে। কারণ ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন এমন কিছু ঘটার সম্ভাবনা নেই।
বিশ্বকাপের সব ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে ফ্রান্স। সবার ধারণা ছিল, এমন অর্জনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন দেশম। আর ফ্রান্স দলের দায়িত্ব নেবেন জিদান।
কিন্তু, সম্প্রতি ফ্রান্স ফুটবল প্রধান নোয়েল লে গ্রাত জানিয়েছেন, “ দিদিয়ের দেশমের সঙ্গে আমাদের ২০২০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। সে এমন একজন ব্যক্তি যে অনেক কাজ করে। দিদিয়ের ও তার স্টাফরা খেলোয়াড় কিংবা প্রতিপক্ষদের পর্যবেক্ষণ করে ঘণ্টার পর ঘণ্টা কাটায়। মাঝেমধ্যে ভাগ্যের সহযোগিতা প্রয়োজন হয়। কিন্তু দিদিয়ের যে কাজ করেছে সেটা গোনায় ধরতেই হবে। ইউরোর প্রথম ম্যাচে সে থাকবে।”
দেশম চলে গেলেও জিদান যে সে দায়িত্ব নেবেন এর নিশ্চয়তাও দিতে পারছেন না গ্রাত। কারণ জিদান নাকি এখনো এ ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি, “ জিদান এখনো কোনো আগ্রহ দেখায়নি, সে নিজে থেকেও বলেনি জাতীয় দলে দায়িত্ব নিতে চায়। আমরাও বিষয়টি নিয়ে ভাবিনি। দিদিয়ের ও আমি ২০২০ পর্যন্ত আছি। এরপর দেখা যাবে।”
মতামত দিন