ফরাসিদের কারও হাতে উঠুক ব্যালন ডি’অর- দেশম
দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে ফ্রান্স। এই দলের কারো না কারো হাতে এবারের ব্যালন ডি’অর দেখতে চান দিদিয়ের দেশম।
গত এক দশক ধরে ব্যালন ডি’অরে দখলে রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুই জনের অধীনেই ছিল ফুটবল বিশ্বের অন্যতম সম্মানজনক এই অ্যাওয়ার্ড।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ের বছরে এবার সেই রোনালদো-মেসি ধারাবাহিকতা ভাঙ্গবে প্রত্যাশা কোচ দিদিয়ের দেশমের। আন্তোয়ান গ্রিজম্যান, কাইলিয়ান এম্বাপে কিংবা পল পগবাদের হাতে সম্মানজনক এই অ্যাওয়ার্ড দেখতে চান কোচ।
দেশম জানালেন তাঁর মন্তব্য, ‘আমি আশা করি একজন ফরাসি জিতবে এবার ব্যালন ডি’অর। এটা দারুণ কিছু হবে। কারণ এটা ছিল বিশ্বকাপের বছর এবং তারা জিতেছে শিরোপা।’
তবে ঠিন কার হাতে ব্যালন ডি’অর দেখতে চান, সেটা স্পষ্ট করেননি দেশম। বিশ্বকাপে ৪ গোল করা গ্রিজম্যানের সম্ভাবনা নিয়ে তিনি জানান, “ব্যালন ডি’অরের জন্য সে সম্ভাবনাময় প্রার্থী সে, হ্যাঁ সে এর দাবিদার। তবে শুধু সেই নয়, কিন্তু সে উপযুক্ত।”
দেশম আরও জানান, ‘রাফায়েল ভারানে কি এর দাবিদার? অবশ্যই। সে কি পাবে? একজন ডিফেন্ডার সে। কিন্তু সাধারণত এটা জেতে আক্রমণভাগের কেউ। যাই হোক, ফরাসিদের কারও হাতে উঠুক।’
এম্বাপে নিয়ে দেশমের করা মন্তব্য, ‘কাইলিয়ান, তার বয়স মাত্র ১৯ বছর। আমরা বলবো তার সময় আছে ব্যালন ডি’অর জয়ের । ১৯ বছর বয়সেই সে যা করলো, অসাধারণ। পগাবা, বিশ্বকাপটা তার দারুণ গেল। আমাকে জিজ্ঞাসা করবেন না কাকে আমি চাইছি।’
মতামত দিন