বর্ণবিদ্বেষ কোনোভাবেই সহ্য করা যায় না। তুমি যা বলছ, ঠিক বলছ- সানিয়া
জার্মান আন্তর্জাতিক ফুটবলে এখনকার আলোচ্য বিষয় মেসুত ওজিলের প্রসঙ্গ। কিছুদিন আগেই জার্মানি ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন ওজিল। কারণ হিসেবে ‘বর্ণবাদী এবং অশ্রদ্ধামূলক’ আচরণ পাওয়ার অভিযোগ তুলেছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। ওজিলের বর্ণবাদী অভিযোগ নাকচ করেছে ফুটবল ফেডারেশন ডিএফবি। চলছে নানান মুখী বিতর্ক।
ঠিক এ সময়ে এই জার্মান তারকার পাশে দাঁড়ালেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।
ওজিলের অভিযোগ সমর্থন দিয়ে সানিয়া মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, ‘তুমি ঠিক বলেছ মেসুত ওজিল, বর্ণবিদ্বেষ কোনোভাবেই সহ্য করা যায় না। তুমি যা বলছ, ঠিক বলছ। তা ছাড়া একজন ক্রীড়াবিদের জন্য তা খুবই দুঃখজনক। আর বেদনারও, তিনি একজন গুরুত্বর্ণ ব্যক্তি।’
This is the saddest thing to read as a an athlete , and more importantly as a human being .. you are right bout one thing @MesutOzil1088 racism should not and will not be accepted under any circumstance.. sad if all this is true .. https://t.co/d1MYyYoDYY
— Sania Mirza (@MirzaSania) July 23, 2018
প্রসঙ্গত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে কয়েক মাস আগে তোলা এক ছবিকে ঘিরে তোপের মুখে পড়েছিলেন ওজিল। জার্মান বংশোদ্ভূত হলেও ওজিলের বাবা-মা তুরস্ক বংশোদ্ভূত।
অনেকটা অভিমান নিয়েই দল ছেড়েছেন ওজিল। তার বিদায়ের বেলায় কন্ঠে ছিল ক্ষোভের চাপ, ‘অনেক ভেবে ও হৃদয়ে পাথর রেখে এমন সিদ্ধান্ত নিয়েছি, যা হয়েছে তাতে জার্মানির হয়ে কোনও পর্যায়ে আর আন্তর্জাতিক ফুটবল খেলবো না।’
কষ্ট চাপা রেখে ওজিল জানিয়েছেন, ‘আমি জয় পেলেই গ্রিন্ডেল ও তার সমর্থকদের চোখে তখন জার্মান, কিন্তু যখন হেরে যাই তখন আমি একজন বহিরাগত।’
জার্মানির হয়ে ওজিল ৯২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেন তিনি।
মতামত দিন