আরনেস্তো ভালভার্দে চ্যাম্পিয়ন্স লিগে বাড়তি গুরুত্ব বা মনোযোগ দিতে চান না বলেই জানিয়েছেন। অবশ্য এর যুক্তিটাও ভালোভাবে খন্ডন করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ৫ মৌসুমের প্রতিবার লিগ শিরোপাও ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্টরা। একারণেই কোচের লক্ষ্য স্পেনে নিজেদেরকে সেরা প্রমাণ করা।
লা-লিগার পাশাপাশি গেলো মৌসুমে কোপা দেল রের শিরোপাও উচিয়ে ধরেছে বার্সেলোনা। তবে আক্ষেপ রয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে রোমার বিপক্ষের ম্যাচটিতে হার।
ক্যাপ্টেন মেসিও জানালেন চলতি মৌসুমে কাতালানদের হতাশার বড় কারণটাও নাকি চ্যাম্পিয়নস লিগ! হওয়াটা দোষেরও নয়, বার্সার ইউরোপ সেরা হবার ৫ টি শিরোপার বিপরীতে চিরপ্রতিদ্বন্দ্বী শিরোপা ১৩ টি। আর গত মৌসুমে এই শিরোপা জয়ের হ্যাটট্রিকও করেছে লস-ব্ল্যাঙ্কোসরা। তাই দলের বাড়তি মনোযোগ থাকবে চ্যাম্পিয়নস লিগের খেলায়।
তবে আর্জেনটাইন ফরোয়ার্ডের সাথে মতের অমিল হয়েছে বার্সা কোচের। আরনেস্তো ভালভার্দে চ্যাম্পিয়ন্স লিগে বাড়তি গুরুত্ব বা মনোযোগ দিতে চান না বলেই জানিয়েছেন। অবশ্য এর যুক্তিটাও ভালোভাবে খন্ডন করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ৫ মৌসুমের প্রতিবার লিগ শিরোপাও ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্টরা। একারণেই কোচের লক্ষ্য স্পেনে নিজেদেরকে সেরা প্রমাণ করা। বাকিটা এমনিতেই এগিয়ে যাবে।
গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে মেসি-সুয়ারেজদের গুরু সাংবাদিকদের বলেন, “আমরা প্রত্যকটি বিষয়েই গুরুত্ব দেই। আমরা সবসময় চ্যাম্পিয়নস লিগ জয়ের উদ্দেশ্যেই খেলি। গতবারও আমরা চেষ্টা করেছিলাম এবং আমরা সবসময়ই করব। আর আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগ জেতার সেরা উপায় হলো লিগ জেতা।”
“আগে এটা সবসময় এভাবেই হয়েছে। আপনি যদি লিগে মনোযোগ রাখেন তাহলে সারা বছর ধরেই সেরা হওয়ার লক্ষ্যে থাকবেন। আর তাতেই আপনার লক্ষ্য অর্জন সহজ হবে।”
আজ বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে বার্সেলোনা।
মতামত দিন