লা লিগার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাংলাদেশের নারী ফুটবলারদের শুভেচ্ছা জানানো হয়
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের এবারের আসরে অংশ নেয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার লা লিগার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাংলাদেশের নারী ফুটবলারদের শুভেচ্ছা জানানো হয়।
ইংরেজি অক্ষরে লেখা শুভেচ্ছাবার্তায় লা লিগার পেজে বলা হয়, ‘‘বাংলাদেশের অসামান্য মহিলা ফুটবল দলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের স্পিরিটকে করি স্যালুট! অল দ্য বেস্ট।’’
প্রসঙ্গত, নেপালে অনুষ্ঠিত সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বৃহস্পতিবার বিকেল তিনটায় মাঠে ভুটানের বিপক্ষে নেমে দুই গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ। দলকে নেতৃত্ব দেন সাবিনা খাতুন।
মতামত দিন