ক্লাবটির সভাপতি পাওলো ব্রোগেলি বলেন, 'আমরা প্রতিদ্বন্দ্বী দলটিকে রীতিমত অপমান করেছি'
ইতালিয়ান জুনিয়র লিগে এক ম্যাচে প্রতিপক্ষকে ২৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করার পর বরখাস্ত হলেন বিজয়ী দলের কোচ।
প্রতিদ্বন্দ্বী দল মারিনা কালসিওর বিপক্ষে বড় এই জয় তুলে নেওয়ার পর স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইনভিকটাসাউরো'র কোচ রিচ্চিনি'কে বরখাস্ত করা হয়।
এ নিয়ে সংবাদমাধ্যমে ফুটবল ক্লাব ইনভিকটাসাউরো'র সভাপতি একটি বিবৃতি দিয়েছেন বলে জানায় স্ক্রল ডটইন।
ক্লাবটির সভাপতি পাওলো ব্রোগেলি ওই বিবৃবিতে বলেন, "২৭ গোলের এই জয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে করে আমরা প্রতিদ্বন্দ্বী দলটিকে রীতিমত অপমান করেছি। জুনিয়র দলগুলোর জন্য এই ধরনের কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে জুনিয়র দলগুলোর মূল্য অনেক বেশি। তারা এখান থেকে অনেক কিছু শিক্ষা পায়। কিন্ত আজ যেটা হয়েছে তা আমি মেনে নিতে পারছি না। সভাপতি হিসেবে মারিনা দলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি ও কোচ রিচ্চিনিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।"
মতামত দিন