ধোনির রেকর্ড ভেঙ্গে নয়া ইতিহাস গড়লো কোহলির নেতৃত্বাধীন ভারত
কলকাতার ইডেন গার্ডেন্সে দিবা-রাত্রির গোলাপি বলের টেস্টে সফরকারী বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হারায় ভারত। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে টানা সাত ম্যাচ জয়ে নিজেদের পুরোনো রেকর্ড ভেঙেছে টিম ইন্ডিয়া। এর আগে টেস্টে টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড ছিলো ভারতের। আজ (২৪ নভেম্বর) সেই রেকর্ড ভাঙলো বিরাট কোহলির দল।
ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত টানা ছয়টি টেস্ট জিতেছিলো ভারত। সেসময় অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট জিতেছিলো দলটি।
আজ ধোনির রেকর্ড ভেঙ্গে নয়া ইতিহাস গড়লো কোহলির নেতৃত্বাধীন ভারত। টানা সাত টেস্ট ম্যাচ জিতলো দলটি। চলতি বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুটি, এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ও এবার বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট জিতলো কোহলির দল।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে দেশের মাটিতে টানা ১২তম সিরিজ জয়ের স্বাদ পেলো ভারত। গেল সিরিজের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়ার টানা ১০ সিরিজ জয়ের রেকর্ড ভাঙে ভারত। ফলে দেশের মাটিতে সর্বোচ্চ সিরিজ জয়ের বিশ্বরেকর্ড দখলে আছে ভারতেরই।
মতামত দিন