চলতি সপ্তাহের শুরুতে অনুশীলনে ফিরেছে স্প্যানিশ ফুটবল ক্লাবগুলো
আগামী ৮ জুন থেকে করোনাভাইরাসের কারণে থেমে যাওয়া লা লিগা’র খেলা শুরু করার অনুমতি দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তবে, খেলা হবে দর্শকবিহীন মাঠে। শনিবার (২১ মে) তিনি এই ঘোষণা দেন বলে বিবিসি’র একটি খবরে বলা হয়।
পেদ্রো সানচেজ বলেন, “যা যা করা উচিৎ তার সবই করেছে স্পেন। এখন সবার জন্য আস্তে আস্তে নতুন দিগন্ত খুলতে শুরু করেছে।”
“জুনের ৮ তারিখ থেকে মাঠে গড়াবে লা লিগা। সময় এসেছে এখন প্রতিদিনের কাজগুলো নতুন করে শুরু করার,” যোগ করেন স্পেনের প্রধানমন্ত্রী।
তবে, সরকারের অনুমতি পেলেও লিগ শুরু করার চূড়ান্ত তারিখ এখনও জানায়নি লা লিগা কর্তৃপক্ষ।
এর আগে লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস আগামী ১২ জুন থেকে লিগ শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু তার আগেই খেলা শুরুর অনুমতি দিয়েছে স্পেনের সরকার।
হাভিয়ের তেবাস বলেন, “সরকারের এমন সিদ্ধান্তে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। কিন্তু আমাদের অবশ্যই সব সময় সতর্ক থাকতে হবে যাতে এই মহামারি আর কোনোভাবেই ফিরে না আসতে পারে।”
এদিকে স্পেনের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সেভিয়া-রিয়াল বেটিস ডার্বি’র মধ্য দিয়ে মাঠে গড়াতে চলেছে লা লিগা।
উল্লেখ্য, চলতি সপ্তাহ থেকে অনুশীলনে ফিরেছে স্প্যানিশ ফুটবল ক্লাবগুলো। তবে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে একসঙ্গে ১০ জনের বেশি খেলোয়াড় অনুশীলনে অংশগ্রহণ করছেন না।
প্রসঙ্গত, লা লিগায় এখনও ১১ রাউন্ডের খেলা বাকি রয়েছে। বর্তমানে রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা।
মতামত দিন