প্রিয় তারকার জন্মদিন উপলক্ষ্যে তারা কেক কাটেন ও একসাথে বসে কফি খান
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় করোনাভাইরাসের কারণে জারি থাকা লকডাউন ভেঙে জনসমাগম করে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির জন্মদিন পালন করায় ১৫ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের অর্থদণ্ড প্রদান করেন বলে বার্তা সংস্থা এএফপি’র একটি খবরে বলা হয়।
ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, স্থানীয় “ওল্ড টাউন কফি হাউজে” লিওনেল মেসির ৩৩তম জন্মদিন উপলক্ষ্যে একত্রিত হয়েছিলেন তারা। সেখানে প্রিয় তারকার জন্মদিন উপলক্ষ্যে তারা কেক কাটেন ও একসাথে বসে কফি খান।
তিনি আরও বলেন, “লকডাউন জারি থাকার পরও তারা আইনভঙ্গ করে বাইরে বের হয়েছেন এবং জনসমাগম করে মেসির জন্মদিন পালন করেন। এটা কোনোভাবেই কাম্য নয়।”
“এজন্য পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০০টাকা করে জরিমানা করা হয় এবং ওল্ড টাউন কফি হাউজকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়”, যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কফি হাউজের মালিক জাহিদুল আলম বলেন, “জরিমানা গুনতে হলেও আমি তাদের অনুভূতিটা বুঝতে পারি। ওরা প্রচণ্ড উৎসাহ নিয়ে মেসির জন্মদিন পালন করতে এসেছিলেন। এই জন্য আমিও বাধা দিতে পারিনি।”
মতামত দিন