বলের বদলে লাইন্সম্যানের ন্যাড়া মাথার ওপর স্বয়ংক্রিয় ক্যামেরা জুম করতে থাকায় ম্যাচের অধিকাংশই উপভোগ করতে পারেননি সমর্থকরা
সম্প্রতি প্রিয় দলের খেলা দেখার সময় এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে স্কটল্যান্ডের ফুটবল ক্লাব ক্যালেডোনিয়ান থিস্টল’র ভক্তদের। খেলা চলাকালীন প্রিয় দলের গোলটিই দেখতে পারেননি তারা। গোলের সময় খেলা সম্প্রচারে নিয়োজিত স্বয়ংক্রিয় ক্যামেরা বল ভেবে লাইন্সম্যানের ন্যাড়া মাথার ওপর তার দৃষ্টি নিবদ্ধ রেখেছিল।
গত ২৪ অক্টোবর এয়ার ইউনাইটেডের সাথে ক্যালেডোনিয়ান থিস্টল-এর ম্যাচ চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়। জানা যায়, পুরোটা ম্যাচের সময় ধরেই এই বিপত্তি ঘটতে থাকায় খেলা দেখতে গিয়ে বিপাকে পড়েন সমর্থকরা।
বলের বদলে লাইন্সম্যানের ন্যাড়া মাথার ওপর স্বয়ংক্রিয় ক্যামেরা জুম করতে থাকায় ম্যাচের অধিকাংশই উপভোগ করতে পারেননি কোনো ক্লাবের সমর্থকরা। এই রকম ত্রুটির কারণে ম্যাচ চলাকালীন সময়ে ধারাভাষ্যকারদেরও বার বার ক্ষমাপ্রার্থনা করতে শোনা যায়।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই সাড়ম্বরে ম্যাচ সম্প্রচারে নভেল ক্যামেরা প্রযুক্তির “পিক্সেলট” ব্যবহারের ঘোষণা দেয় এফসি ক্যালেডোনিয়ান থিস্টল কর্তৃপক্ষ।
এদিকে, ম্যাচ চলাকালীন সময়ে এই বিড়ম্বনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম বিরক্তি প্রকাশ করেছেন ক্লাবটির সমর্থকরা। টুইটারে এক সমর্থক লিখেছেন, “কোভিড-১৯ পরিস্থিতির কারণে মাঠে বসে খেলা দেখার সুযোগ নেই। তার ওপর এই ধরনের ঘটনা কষ্টদায়ক। এটা পুরো ম্যাচজুড়েই সহ্য করতে হয়েছে।”
মতামত দিন