দীর্ঘসময় খেলার বাইরে থাকায় ফিটনেস সংক্রান্ত কারণে টুর্নামেন্টে খেলোয়াড়দের তালিকাভুক্ত ছিল না মাশরাফি
দীর্ঘ নয়মাস পর ক্রিকেটে ফিরতে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন দেশের সফলতম অধিনায়ক।
দীর্ঘসময় খেলার বাইরে থাকায় ফিটনেস সংক্রান্ত কারণে টুর্নামেন্টে খেলোয়াড়দের তালিকাভুক্ত ছিল না মাশরাফি। তবে সম্প্রতি অনুশীলন শুরু করার পর বঙ্গবন্ধু কাপে অংশ নেওয়া দলগুলো তাকে দলে নিতে আগ্রহ দেখায়।
ফরচুন বরিশাল প্রথমে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। তারপরে মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা তাকে দলে নিতে চেষ্টা চালায়।
খসড়ায় তালিকায় যেহেতু মাশরাফি ছিলেন না সেজন্য প্রত্যেক দলেরই তাকে নিজেদের দলে ভেড়ানোর সমান সুযোগ ছিল। একাধিক দল আগ্রহ দেখানোতে বিসিবিকে মাশরাফির নিয়ে লটারি করে এবং লটারিতে মাশরাফিকে জিতে নেয় জেমকন খুলনা।
মাশরাফির সাথে খুলনা এখন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের মতো তারকা খেলোয়াড় রয়েছে। মাশরাফিকে দলে নেওয়ার আগে খুলনা পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে।
তবে দল পেলেও খুলনা স্কোয়াডে যোগ দেওয়ার আগে মাশরাফির কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসতে হবে।
মতামত দিন