হাঁটু গেড়ে বসে মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সংহতি জানান বাংলাদেশ ক্রিকেট দল
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ম্যাচ শুরুর আগে কৃষ্ণাঙ্গের প্রতি সহিংসতা ও বর্ণবাদ বিরোধী আন্দোলন “ব্ল্যাক লাইভস ম্যাটার”এর সঙ্গে একাত্মতা জানান বাংলাদেশ দল।
বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দল ও দুই দেশের কর্মকর্তারাও একাত্মতা ঘোষণা করেন।
গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সারা বিশ্বে বর্ণবাদ বিরোধী যে আন্দোলন প্রতিবাদ শুরু হয় সেটাই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নামে পরিচিত। এ আন্দোলন নিয়ে দারুণ সোচ্চার ক্যারিবিয়ানরা। বাংলাদেশের আগেই ইংল্যান্ড-নিউজিল্যান্ড আন্দোলনে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে তারা। এদিকে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
এর আগে অনুষ্ঠিত টসে জেতেন দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান। আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের প্রথম ওয়ানডে সিরিজ। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে দলকে নেতৃত্ব দেন তিনি। যদিও সে অভিজ্ঞতা ভুলে যেতে চাইবেন কারণ, লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচেই বাংলাদেশ হেরে ছিল। গত কয়েক বছর ধরে তামিম ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের নেতৃত্ব দিচ্ছেন।
এদিকে, দীর্ঘদিন পর আইসিসি নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
২২ জানুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের পরের ম্যাচটি। আগামী ২৫ জানুয়ারি চূড়ান্ত ও তৃতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
মতামত দিন