সাকিবের বেইজ প্রাইস ছিল ২ কোটি রুপি, এবং তাকে কিনে নেওয়া হয় ৩.২ কোটি রুপিতে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লেয়ার্স ড্রাফট চলাকালীন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সাকিবের বেইজ প্রাইস ছিল ২ কোটি রুপি, এবং তাকে কিনে নেয়া হয় ৩.২ কোটি রুপিতে।
কেকেআর প্রথমে বিড শুরু করে এবং পরবর্তীতে পাঞ্জাব কিংস, যা পূর্বে কিংস ইলেভেন পাঞ্জাব নামে পরিচিত, এই বিডে যোগ দেয়। পাঞ্জাব সাকিবের জন্য ২.৬ কোটি টাকার জন্য বিড করেছিল কিন্তু শেষ পর্যন্ত কেকেআর ৩.২ কোটি কল করে বিডটি জিতে।
বিস্তারিত আসছে...
মতামত দিন