বিসিবি সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় দলের অন্যান্য সদস্যরা আগামী কয়েকদিনে এই টিকা গ্রহণ করবেন। তাদের পাশাপাশি কোচিং স্টাফদেরও শিগগিরই টিকা দেওয়া হবে
করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ জাতীয় দলের অনেক ক্রিকেটার।
রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তামিম ইকবাল ছাড়াও ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মাদ নাঈম ও সৌম্য সরকার। এক মাস পর দ্বিতীয় ডোজ নেবেন তারা।
টিকা নেওয়ার পর সাংবাদিকদের তামিম ইকবাল বলেন, কোভিড-১৯ মহামারিতে টিকা নেওয়া খুবই জরুরি।
“ভ্যাকসিন নেওয়া আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার সাথে জড়িত সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই,” বলেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে অংশ নেয়। ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটওয়াশ করা টাইগাররা টেস্টে হোয়াইটওয়াশ হয়।
আগামী মাসে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে। ভ্যাকসিন নিতে আগ্রহী সকল ক্রিকেটারকে টিকা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
“ভ্যাকসিন গ্রহণের অভিজ্ঞতা খুব ভালো। আমি যতদূর জানি, আমার পরিবারের সদস্যরা এবং বন্ধুরা যারা নিবন্ধনের পরে ভ্যাকসিন নিয়েছেন তারাও ভালো সেবা পেয়েছেন। প্রক্রিয়াটি সত্যিই সহজ এবং কার্যকর,” বলেন তামিম।
বিসিবি সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় দলের অন্যান্য সদস্যরা আগামী কয়েকদিনে এই টিকা গ্রহণ করবেন। তাদের পাশাপাশি কোচিং স্টাফদেরও শিগগিরই টিকা দেওয়া হবে।
দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনার টিকা নিয়েছেন দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন। যাদের মধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার ৯৩৬ জন এবং নারী ৯৭ হাজার নয়জন।
মতামত দিন