১৯৭৫ সালে বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন
সোমবার মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল জি. অ্যালেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ১৯৭৫ সালে বিল গেটস ও পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন।
পল অ্যালেনের প্রতিষ্ঠান ভলকান ইনকরপোরেশন-এর তরফ থেকে জানানো হয়েছে, ক্যান্সার (নন-হজকিনস লিম্ফোমা) থেকে সৃষ্ট জটিলতার কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় যুক্তরাষ্ট্রের সিয়াটলে ছিলেন তিনি।
এদিকে মাইক্রোসফটের আরেক সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস জানিয়েছেন, নিজের অন্যতম ‘পুরোনো ও কাছের’ একজন বন্ধুকে হারিয়েছেন তিনি। এক বার্তায় বিল গেটস বলেন, “পল অ্যালেন না থাকলে ব্যক্তিগত কম্পিউটারের বিষয়টি থাকতো না।”
ইউএনবি সূত্রে জানা গেছে, পল অ্যালেন তার জীবদ্দশায় কয়েক দশক ধরে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি দান করেছেন। তার দান করা অর্থ সমুদ্র রক্ষা, গৃহহীনদের জন্য আবাস ও বৈজ্ঞানিক গবেষণার মতো বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে।
তিনি কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানও নেই বলে জানিয়েছে ইউএনবি।
মতামত দিন