শুক্রবার ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নথি থেকে এই তথ্য জানা গেছে
টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী ইভান উইলিয়ামস পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করছেন।
শুক্রবার ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নথি থেকে জানা গেছে, চলতি মাসের শেষ নাগাদ উইলিয়ামস বোর্ড থেকে সরে দাঁড়াবেন। এএফপি'র একটি খবরে এই তথ্য জানানো হয়েছে।
নথিতে উইলিয়ামস উল্লেখ করেন, "১৩ বছর অবিশ্বাস্য সময় কেটেছে। টুইটারের সাথে থাকতে পেরে আমি গর্বিত"।
উল্লেখ্য, ২০০৬ সালের মার্চ মাসে টুইটারের যাত্রা শুরু হয়। তবে ২০০৬ সালের জুলাই মাসে জ্যাক ডরসি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
মাইক্রোব্লগিং ওয়েবসাইট, খুদে বার্তার সাইট কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে টুইটার পরিচিত। যাত্রা শুরুর পর থেকেই টুইটার বিশ্বে যোগাযোগ মাধ্যম হিসেবে উচ্চপর্যায়ের অবস্থানে থাকলেও কখনও কখনও বিতর্কিতও হয়েছে।
মতামত দিন