ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা "নগদ", স্যামসাং ও অনলাইনে পুরোনো পণ্য বিক্রয়ের প্ল্যাটফর্ম "সোয়াপ" অ্যাপ নিয়ে এলো ৩০ হাজার টাকা ছাড়ে স্যামসাং এস টোয়েন্টি ও স্যামসাং এস টোয়েন্টি আলট্রা স্মার্টফোন কেনার সুযোগ। সোয়াপ অ্যাপে নগদ-এর মাধ্যমে মূল্য পরিশোধ করলে স্মার্টফোন দু'টি কিনতে এ সুবিধা পাওয়া যাবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ পেমেন্টের মাধ্যমে স্যামসাং মোবাইলে ছাড় পেতে হলে একজন গ্রাহককে প্রথমে সোয়াপ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর পুরোনো মোবাইল ফোন সোয়াপ-এর মাধ্যমে এক্সচেঞ্জ করতে হবে। সেখানে অ্যাকাউন্টে পুরোনো মোবাইলের বিক্রয়মূল্যের সঙ্গে ৩০ হাজার টাকা যোগ হবে। এরপর অ্যাপে দেওয়া মার্চেন্ট নম্বরে নগদের মাধ্যমে ১০ হাজার টাকা পরিশোধ করে স্যামসাংয়ের স্মার্টফোনের অগ্রিম বুকিং করতে হবে। পুরো প্রক্রিয়াটি শেষ হলে গ্রাহক নগদ-এর মাধ্যমে চূড়ান্ত পেমেন্ট করে স্যামসাংয়ের স্মার্টফোন দু'টি কিনতে পারবেন।
নগদ-এ পেমেন্টের মাধ্যমে ছাড়ে স্মার্টফোন এই সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য। প্রথম ১০০ জন ছাড়কৃত ম্যুলে স্মার্টফোন দু'টি কেনার সুযোগ পাবেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নগদ-এর ওয়েবসাইটে।