Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য গুগলের নতুন ফিচার

গুগলের এই জব সার্চ সেবাটির সুযোগ বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার চাকরিপ্রার্থীরা পাবেন।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৭ পিএম

এবার বাংলাদেশে চাকরিপ্রার্থীদের চাকরি খুঁজতে সহায়তা করবে সার্চ জায়ান্ট গুগল। এজন্য নিজেদের সার্চ সেবায় নতুন ফিচার যোগ করেছে মার্কিন এই প্রতিষ্ঠানটি। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার আরও তিনটি দেশে চাকরিপ্রার্থীদের জনপ্রিয় জব সাইট, অনলাইন ক্লাসিফাইড ও কোম্পানিগুলো থেকে চাকরি খোঁজার কাজটি সহজ করে দেবে গুগলের এই নতুন ফিচার।  

অনলাইন থেকে ব্যাপকভাবে চাকরির তালিকা সরবরাহ করার জন্য গুগল সার্চে নতুন সেবাটি সরাসরি যুক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে জব সার্চের জন্য বিক্রয়ডটকম, মোস্তাকবিলডটকম এবং এক্সেপ্রেসজবডটএলকে-এর মতো হাজারো সাইটের লাখো চাকরির তালিকা থাকবে।

গুগলের এই জব সার্চ সেবাটি বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার চাকরিপ্রার্থীদের সহায়তার জন্য চাকরির তালিকা সরবরাহ করবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস সংস্করণে অ্যাপের মাধ্যমে এবং সরাসরি গুগল অ্যাপ বা ডেস্কটপ ও মোবাইলে গুগল সার্চ ব্যবহার করে নতুন এই সেবাটির সুবিধা পাওয়া সম্ভব হবে।


   

About

Popular Links

x