২০২৩ সালের মধ্যে বাংলাদেশ তার দ্বিতীয় স্যাটেলাইট “বঙ্গবন্ধু স্যাটেলাইট-২” উৎক্ষেপণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) তাদের প্রধান কার্যালয়ে প্রাইসওয়াটারহাউসকোপার্স (পিডব্লিউসি) এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী এবং পিডব্লিউসি গ্লোবাল স্পেস প্র্যাকটিসের লিডার লুইজি স্ক্যাটিয়া সংশ্লিষ্ট পক্ষের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটির শিরোনাম ছিল “বাংলাদেশের পরবর্তী স্যাটেলাইটগুলোর (বাংলাদেশ স্যাটেলাইট-২) ধরন এবং কার্যকারিতা নির্ধারণ।”
শাহরিয়ার বলেন, “পিডব্লিউসি আগামী ৯০ দিনের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে। তারপর আমরা এটি সরকারের কাছে হস্তান্তর করব।”
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার ভার্চুয়ারি অনুষ্ঠানে অংশ নেন।